রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৮ হাজার ছাড়াল মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৪৩৬, মৃত্যু ২২

নিজস্ব প্রতিবেদক

৮ হাজার ছাড়াল মৃত্যু

দেশে করোনাভাইরাস সংক্রমণের সাড়ে ১০ মাসের মাথায় মৃত্যুর সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে নতুন করে মৃত্যু হয়েছে ২২ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩ জনে।

এদিকে এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণ হার আবারও কমে ৪ শতাংশের নিচে নেমে এসেছে। তবে এ সময়ে বেড়েছে মৃত্যু। কমেছে সুস্থতাও। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষায় ৪৩৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৯২ শতাংশ, যা গত ৪ এপ্রিলের পর সর্বনিম্ন। এ সময়ে মৃত্যু হয়েছে ২২ জনের যা আগের দিনের চেয়ে সাতজন বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৩৩৮ জন, যা আগের দিনের চেয়ে ১৪৯ জন কম। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৩২৬। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩ জনের, সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৭           জন ছিলেন পুরুষ ও পাঁচজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৩ জন ছিলেন ষাটোর্ধ্ব, ছয়জন পঞ্চাশোর্ধ্ব, একজন ত্রিশোর্ধ্ব, একজন বিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। এর মধ্যে ১৮ জন ঢাকা, তিনজন চট্টগ্রাম ও একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণের তথ্য জানানো হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর