রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

২০০ কুস্তিগিরের লড়াই

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

২০০ কুস্তিগিরের লড়াই

কুমিল্লার মেঘনা উপজেলায় ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা ১৫তম কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে।  এতে নয় উপজেলার ২ শতাধিক কুস্তিগির লড়াই  প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গত শুক্রবার সকালে এ কুস্তি খেলা শুরু হয় এবং শেষ হয় মধ্যরাতে। গ্রামবাসীর আয়োজনে হোমনা-মেঘনা সড়কের পাশে পারারবন্ধ গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মেঘনা, হোমনা, দাউদকান্দি, তিতাস, আড়াইহাজার, বাঞ্ছারামপুর, মুরাদনগর ও সোনারগাঁ উপজেলার কুস্তিগীররা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করেন। ভাটি অঞ্চল থেকে আগত দর্শকরা মাঠে ঠাঁই না পেয়ে বাড়ির ছাদে, কেউ গাছে উঠে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। হোমনা থেকে আগত দর্শক হাজি জাকির হোসেন রানা বলেন, ডিজিটাল যুগে আমাদের দেশের গ্রামীণ খেলাগুলো হারিয়ে যাচ্ছে। মাইকিং শুনে এখানে খেলা দেখতে আসি। আমার মতো আরও অনেকেই আসেন। লড়াই দেখে খুবই ভালো লেগেছে, যেন সেই পুরনো দিনে ফিরে গিয়েছিলাম। তিনি উল্লেখ করেন, জেলা এবং উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর উচিত গ্রামীণ খেলাগুলো ফিরিয়ে আনতে বেশি বেশি দেশীয় খেলার আয়োজন করা। এতে যুব সমাজ মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে রক্ষা পাবে। এ খেলার উদ্বোধন করেন মেঘনা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান। আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বক্তব্য রাখেন মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিলন সরকার, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমাম, যুবলীগ নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা আবদুল বাতেন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর