রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিলেটে তিন খুনে দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় সতীন ও সৎ ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত নারীর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে নগরের শাহপরাণ (রহ.) থানায় হত্যা ও প্ররোচনার দায়ে ৩০২ ও ১০৯ ধারায় মামলা (নম্বর-১৮(২)২০২১) দায়ের করেন। মামলায় নিহতের সৎ ছেলে আহবাব হোসেন আবাদ ছাড়াও হত্যার প্ররোচনার অভিযোগে তার মা সুলতানা বেগম রুমিকে আসামি করা হয়েছে। এসএমপির শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই আটক আহবাবকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে তার মা সুলতানা বেগম রুমিকে গ্রেফতারের চেষ্টায় আছে পুলিশ।  বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার বিআইডিসি মীরমহল্লার ভাড়া বাসায় সৎ মা রুবিয়া বেগম এবং তার মেয়ে মাহা (৭) ও ছেলে তাহসানকে (৪) কোপান আহবাব হোসেন আবাদ। এতে মা-মেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাহসানের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে সৎ মা রুবিয়ার পুরো পরিবার নিশ্চিহ্ন করে দেয় স্বামীর প্রথম স্ত্রীর ছেলে আহবাব। হত্যাকান্ডের পর মরদেহ পুড়িয়ে ফেলতে শোবার ঘরে তোষকে আগুনও ধরিয়ে দিয়েছিল সে। ঘটনার পর বাসার কলাবসিবল গেট বন্ধ থাকায় ঘাতক আহবাব পালিয়ে যেতে পারেনি। পরে আগুনের ধোঁয়া দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে আহবাবকে আটক করে। পুলিশ জানায়, নিহত রুবিয়া সিলেট শহরতলীর বিআইডিসি মীরমহল্লা এলাকার ব্যবসায়ী আবদাল হোসেন বুলবুলের দ্বিতীয় স্ত্রী। আর নিহত শিশু দুটি এ দম্পতির।

এদিকে, শুক্রবার ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে হত্যার আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিম।

সর্বশেষ খবর