বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাল টাকার মামলায় সাহেদ মাসুদের বিচার শুরু

আদালত প্রতিবেদক

রাজধানীর উত্তরা পশ্চিম থানার জাল টাকা উদ্ধারের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম ও মাসুদ পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এ আদেশ দেন। এ বিষয়ে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাদের অভিযোগ পাঠ করে শোনানো হয়। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। মামলা সূত্রে জানা গেছে, গত বছর ১৫ জুলাই ভোর ৫টা ১০ মিনিটে সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে ঢাকায় এনে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসায় সাহেদকে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সাহেদের সহযোগী মাসুদকে সঙ্গে রাখা হয়। সেখানে রিজেন্ট গ্রুপের এক কার্যালয় থেকে ১ লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধারের কথা জানায় র‌্যাব। এ ঘটনায় ১৬ জুলাই উত্তরা পশ্চিম থানায় র‌্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সাহেদ, মাসুদ পারভেজ এবং আরও অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

সর্বশেষ খবর