বঙ্গোপসাগরে নৌকা দুর্ঘটনায় পড়া রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারে ফেরত পাঠানোর জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গতকাল সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, ১১ ফেব্রুয়ারি শতাধিক রোহিঙ্গা শরণার্থী-বোঝাই একটি নৌকা কক্সবাজার থেকে মালয়েশিয়ার দিকে রওনা দেয়। পথিমধ্যে নৌকার ইঞ্জিনটি বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ভারতের উপকূলবাহিনীর দুটি জাহাজ উদ্ধারের জন্য পাঠানো হয়। তাতে খাবার, পানীয় জল, ওষুধ ছিল। মুখপাত্র জানান, প্রতিকূল পরিবেশে থাকায় আট রোহিঙ্গার মৃত্যু হয়। ১৫ ফেব্রুয়ারি থেকে একজন এখনো নিখোঁজ। নৌকায় ৬৪ জন মহিলা, আট কিশোরী ও পাঁচ কিশোরও ছিল। তিনি এও বলেন, এদের পরিচয়পত্র থেকে দেখা গেছে ৪৭ জনের কাছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার দ্বারা জারি করা পরিচয়পত্র রয়েছে। এরা মিয়ানমার থেকে উৎখাত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এদের নিরাপদ ‘প্রত্যাবর্তন’-এর জন্য ভারত সরকার উদ্যোগ নিয়েছে। তবে কোথায় প্রত্যাবর্তন করা হবে তা তিনি স্পষ্ট করে বলেননি। সার্ক দেশের চিকিৎসকদের জরুরি ভিসা : মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সম্প্রতি সার্ক সদস্য রাষ্ট্রের স্বাস্থ্য সচিবদের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব দেশের চিকিৎসকদের জরুরি ভিসা দেওয়ার প্রস্তাব দেন। সে প্রস্তাব সবাই মেনে নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান মালদ্বীপ, শ্রীলঙ্কা সম্মত। প্রধানমন্ত্রী ওই বৈঠকে এও প্রস্তাব দিয়েছিলেন, করোনার মতো মহামারীর সময়ে যেমন চিকিৎসক-নার্সদের জরুরি ভিসা দেওয়া হচ্ছে তেমনি এ দেশগুলোর মধ্যে বিমান অ্যাম্বুলেন্স চালু করা হোক। এই সঙ্গে ভ্যাকসিন ব্যবহারের উপযোগিতার তথ্য অংশীদারি করা এবং একটি তথ্যপ্রযুক্তির মঞ্চ গড়ে তোলা যাতে এ ধরনের দুর্যোগের সময় একে অন্যের মধ্যে তথ্য আদান-প্রদান করা যায়। মুখপাত্র জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
শিরোনাম
- কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
- এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
- গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন চার সুবিধা ঘোষণা আমিরাতের
- যে কারণে আজ ৩০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ
- বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু, ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব
- সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকালে
- এই মুহূর্তে ট্রাম্প-পুতিনের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেমলিন
- নীল রঙের কুকুর! বিজ্ঞানীরাও হতবাক
- শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল বাদশা
- হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- কানাডায় এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন, যা বলছে ডিএমপি
- মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি
- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আহত ২
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, আহত ১
- ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি, পাকিস্তানে জেলে গ্রেফতার
- ইসলামি আলেমের সম্ভাব্য সফর প্রসঙ্গে ভারতের মন্তব্য ঢাকার নজরে এসেছে
- ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- দুই বছরে দেড় লাখ মৃত্যু, কেন রক্তে ভাসছে সুদান
সাগরে দুর্যোগে পড়া রোহিঙ্গা ফেরত দিতে দিল্লি কথা বলছে ঢাকার সঙ্গে
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর