বঙ্গোপসাগরে নৌকা দুর্ঘটনায় পড়া রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারে ফেরত পাঠানোর জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গতকাল সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, ১১ ফেব্রুয়ারি শতাধিক রোহিঙ্গা শরণার্থী-বোঝাই একটি নৌকা কক্সবাজার থেকে মালয়েশিয়ার দিকে রওনা দেয়। পথিমধ্যে নৌকার ইঞ্জিনটি বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ভারতের উপকূলবাহিনীর দুটি জাহাজ উদ্ধারের জন্য পাঠানো হয়। তাতে খাবার, পানীয় জল, ওষুধ ছিল। মুখপাত্র জানান, প্রতিকূল পরিবেশে থাকায় আট রোহিঙ্গার মৃত্যু হয়। ১৫ ফেব্রুয়ারি থেকে একজন এখনো নিখোঁজ। নৌকায় ৬৪ জন মহিলা, আট কিশোরী ও পাঁচ কিশোরও ছিল। তিনি এও বলেন, এদের পরিচয়পত্র থেকে দেখা গেছে ৪৭ জনের কাছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার দ্বারা জারি করা পরিচয়পত্র রয়েছে। এরা মিয়ানমার থেকে উৎখাত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এদের নিরাপদ ‘প্রত্যাবর্তন’-এর জন্য ভারত সরকার উদ্যোগ নিয়েছে। তবে কোথায় প্রত্যাবর্তন করা হবে তা তিনি স্পষ্ট করে বলেননি। সার্ক দেশের চিকিৎসকদের জরুরি ভিসা : মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সম্প্রতি সার্ক সদস্য রাষ্ট্রের স্বাস্থ্য সচিবদের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব দেশের চিকিৎসকদের জরুরি ভিসা দেওয়ার প্রস্তাব দেন। সে প্রস্তাব সবাই মেনে নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান মালদ্বীপ, শ্রীলঙ্কা সম্মত। প্রধানমন্ত্রী ওই বৈঠকে এও প্রস্তাব দিয়েছিলেন, করোনার মতো মহামারীর সময়ে যেমন চিকিৎসক-নার্সদের জরুরি ভিসা দেওয়া হচ্ছে তেমনি এ দেশগুলোর মধ্যে বিমান অ্যাম্বুলেন্স চালু করা হোক। এই সঙ্গে ভ্যাকসিন ব্যবহারের উপযোগিতার তথ্য অংশীদারি করা এবং একটি তথ্যপ্রযুক্তির মঞ্চ গড়ে তোলা যাতে এ ধরনের দুর্যোগের সময় একে অন্যের মধ্যে তথ্য আদান-প্রদান করা যায়। মুখপাত্র জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
শিরোনাম
- স্বাভাবিক জনজীবনে ফিরছে খাগড়াছড়ি
- মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- হংকংয়ে মার্কিন কূটনীতিককে কঠোর সতর্কবার্তা চীনের
- মার্কিন সরকারে দ্বিতীয় দিনে গড়িয়েছে শাটডাউন
- হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
- জার্মান সেনাবাহিনী শক্তিশালী করার ঘোষণায় কড়া মন্তব্য পুতিনের
- ফ্লোটিলা সদস্যদের আটক, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা
- বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে কঠিন পরীক্ষায় জার্মানি
- পানি সংকটে রাজধানী সরাচ্ছে ইরান
- মধ্যপ্রাচ্যের ‘৩ হাজার বছরের’ সংঘাত সমাধান করব : ট্রাম্প
- ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবী অপহরণের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে
- কেনিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার
- দীর্ঘ বিরতির পর ভারত-চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু
- গাজার পথে সুমুদ ফ্লোটিলা আটক, বিশ্বজুড়ে বিক্ষোভ-ক্ষোভ
- মধ্যপ্রদেশে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় ট্রলি লেকে পড়ে নিহত ১১
- এখনো গাজার দিকে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ
- মালয়েশিয়ায় বন্দী বাংলাদেশির পরিচয় জানতে হাইকমিশনের বিজ্ঞপ্তি
- ছিনতাই হওয়া মোবাইল যায় কোথায়
- সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
সাগরে দুর্যোগে পড়া রোহিঙ্গা ফেরত দিতে দিল্লি কথা বলছে ঢাকার সঙ্গে
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর