বঙ্গোপসাগরে নৌকা দুর্ঘটনায় পড়া রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারে ফেরত পাঠানোর জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গতকাল সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, ১১ ফেব্রুয়ারি শতাধিক রোহিঙ্গা শরণার্থী-বোঝাই একটি নৌকা কক্সবাজার থেকে মালয়েশিয়ার দিকে রওনা দেয়। পথিমধ্যে নৌকার ইঞ্জিনটি বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ভারতের উপকূলবাহিনীর দুটি জাহাজ উদ্ধারের জন্য পাঠানো হয়। তাতে খাবার, পানীয় জল, ওষুধ ছিল। মুখপাত্র জানান, প্রতিকূল পরিবেশে থাকায় আট রোহিঙ্গার মৃত্যু হয়। ১৫ ফেব্রুয়ারি থেকে একজন এখনো নিখোঁজ। নৌকায় ৬৪ জন মহিলা, আট কিশোরী ও পাঁচ কিশোরও ছিল। তিনি এও বলেন, এদের পরিচয়পত্র থেকে দেখা গেছে ৪৭ জনের কাছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার দ্বারা জারি করা পরিচয়পত্র রয়েছে। এরা মিয়ানমার থেকে উৎখাত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এদের নিরাপদ ‘প্রত্যাবর্তন’-এর জন্য ভারত সরকার উদ্যোগ নিয়েছে। তবে কোথায় প্রত্যাবর্তন করা হবে তা তিনি স্পষ্ট করে বলেননি। সার্ক দেশের চিকিৎসকদের জরুরি ভিসা : মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সম্প্রতি সার্ক সদস্য রাষ্ট্রের স্বাস্থ্য সচিবদের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব দেশের চিকিৎসকদের জরুরি ভিসা দেওয়ার প্রস্তাব দেন। সে প্রস্তাব সবাই মেনে নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান মালদ্বীপ, শ্রীলঙ্কা সম্মত। প্রধানমন্ত্রী ওই বৈঠকে এও প্রস্তাব দিয়েছিলেন, করোনার মতো মহামারীর সময়ে যেমন চিকিৎসক-নার্সদের জরুরি ভিসা দেওয়া হচ্ছে তেমনি এ দেশগুলোর মধ্যে বিমান অ্যাম্বুলেন্স চালু করা হোক। এই সঙ্গে ভ্যাকসিন ব্যবহারের উপযোগিতার তথ্য অংশীদারি করা এবং একটি তথ্যপ্রযুক্তির মঞ্চ গড়ে তোলা যাতে এ ধরনের দুর্যোগের সময় একে অন্যের মধ্যে তথ্য আদান-প্রদান করা যায়। মুখপাত্র জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
শিরোনাম
- কানাডার টরেন্টোতে বাচনিকের যুগপূর্তি উৎসব ‘বাচনিক বৈভব’
- ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান
- সৌদিতে হামলা মানেই যুক্তরাষ্ট্রে হামলা: নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ
- সপ্তাহের শেষে কমতে পারে গরম, সাগরে লঘুচাপের আভাস
- প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
- কারিনার সাথে দাম্পত্যে সুখী সাইফ, তবু অমৃতার স্মৃতিতে বারবার ফিরে যান
- হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু
- আর নয় বিজ্ঞাপন, গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত হলো নতুন ফিচার
- তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান–আফগানিস্তান, তবে...
- বন্দরে অচলাবস্থা, কর্মবিরতিতে সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন মালিকরা
- শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল
- অপারেশন সিঁদুর ছিল শুরু মাত্র, পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ব্রহ্মসের আওতায়: রাজনাথ সিং
- ব্রহ্মস হুমকির উত্তরে পাকিস্তানের সেনাপ্রধানের সতর্কবার্তা
- গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট
- আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের
- শাহজালালে কার্গো ভিলেজে ২০ ঘণ্টা পরও ধোঁয়া উড়ছে
- রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর
- আইসিসির পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়ে সমালোচনা পাকিস্তানের
- ইসরায়েলের বিরুদ্ধে আট দিনে ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
- পুঁজিবাজার : সূচকের পতনে চলছে লেনদেন
সাগরে দুর্যোগে পড়া রোহিঙ্গা ফেরত দিতে দিল্লি কথা বলছে ঢাকার সঙ্গে
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর