নানার বাড়িতে খালাতো দুই বোনের লাশ পাওয়া যায়। একজন দশম শ্রেণির ছাত্রী, অপরজন নবম শ্রেণির। লাশ দুটির সামনে মেলে কীটনাশকের বোতল। ভালোবাসা দিবসে দুজনই নানার বাড়িতে বেড়াতে এসে বিষপানে আত্মহত্যা করে। পাশাপাশি কবরে দুই বোনকে সমাহিতও করা হয়। কী কারণে এরা এক দিনেই আত্মহত্যা করেছে? ভালোবাসা দিবসকেই এরা বেছে নিল কেন? ২০১৮ সালে রংপুর নগরীর দর্শনা শেখপাড়া এলাকায় দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যুর পর এমন নানা প্রশ্নের সৃষ্টি করে। মানুষের মুখে নানা কথাবার্তা বাতাসে উড়ে বেড়ালেও সঠিক কোনো কারণ কেউ জানতে পারেনি। থানায় অপমৃত্যু মামলা হয়। তদন্ত বেশি দূর এগোয়নি। তবে তিন বছর আগেকার এই আলোচিত ঘটনাটি আবারও সামনে চলে আসে নতুন করে তদন্ত শুরু হওয়ার পর। তদন্তে নতুন মোড় নেয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে ত্রিভূজ প্রেমের করুণ পরিণতির গল্প। আর এর পেছনে যে খলনায়ক ছিল পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকেই বেরিয়ে আসে ভালোবাসা দিবসে দুই বোনের করুণ মৃত্যুর কাহিনি। সাদিয়া জান্নাতি ও লৎফুন্নাহার খাতুন। একজন দশম শ্রেণির এবং অপরজন নবম শ্রেণির ছাত্রী। সম্পর্কে খালাতো বোন হলেও এরা ছিল বন্ধুর মতো। একসঙ্গে স্কুলে যেত। একসঙ্গেই চলত। দুজনই প্রেম করত। প্রেমের গল্প করলেও প্রেমিককে কেউ কাউকে দেখাতে পারেনি। এভাবেই চলছিল তাদের সম্পর্ক। তাদের অকাল মৃত্যু মেনে নিতে পারছিল না পরিবারের সদস্যরা। এই দুই বোনের মৃত্যুর পর এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। প্রায় আড়াই বছর তদন্ত করার পরও ঘটনার রহস্য উদঘাটন হয়নি। পরে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে। দায়িত্ব পাওয়ার পর পিবিআই দীর্ঘ সময় অনুসন্ধান করে। মামলার রহস্য উন্মোচিত করে তারা। রহস্য উন্মোচিত হয় দুই খালাতো বোনের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনের পর। কারণ তাদের দুজনেরই মৃত্যুর আগে ধর্ষিত হওয়ার বিষয়টি জানা যায় ওই প্রতিবেদনে। তারপর গভীর অনুসন্ধানে রহস্য বুঝতে পেরে সন্ধেহভাজন মেরাজুল ইসলামকে গ্রেফতার করলে পুরো বিষয়টি জানা যায়। পিবিআই জানায়, রংপুর শহরের শেখপাড়া এলাকার আনছার আলীর ছেলে মেরাজুল ইসলাম (২১)। একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী সাদিয়া জান্নাতির সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। জান্নাতির খালাতো বোন পূর্ব শেখপাড়া এলাকার মঞ্জুর হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী লুৎফুন্নাহার খাতুনের সঙ্গেও প্রেম শুরু করে মেরাজুল। দুই বোনের কেউই বিষয়টি টের পায়নি। এক পর্যায়ে মেরাজুল দুই বোনের সঙ্গেই শারীরিক সম্পর্ক গড়ে তোলে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দুজনের সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় মেরাজুল। দুই বোনের কেউই জানত না যে, মেরাজুল তাদের দুজনের সঙ্গেই প্রেম করছে। বিষয়টি এক সময় দুজনের মধ্যে জানাজানি হয়ে যায়। দুই বোনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। অপমান সইতে না পেরে শেখপাড়ায় নানা বাড়িতে গিয়ে একই সঙ্গে বিষপান করে আত্মহত্যা করে তারা।
শিরোনাম
- শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিসিসিআই’র উদ্বেগ
- এক সপ্তাহে কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
- রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার
- মির্জা ফখরুলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধির সাক্ষাৎ
- আগুনে ক্ষতিগ্রস্তদের তিন দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ
- আর্থিকভাবে স্বাবলম্বী স্ত্রী ভরণপোষণ চাইতে পারবেন না
- জোট গঠনের সিদ্ধান্ত, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
- লালমাইয়ে বাগমারা বাজারে বিএনপির লিফলেট বিতরণ
- অস্ট্রেলিয়ায় বিলাসবহুল হোটেলের পুলে কুমির
- ট্রাম্পের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে লাখ লাখ মানুষের বিক্ষোভ
- "দাবি আদায়ে আবারও আন্দোলনের হুশিয়ারি"
- গাঁজাসহ ‘কালা হারুন’ গ্রেফতার
- পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে
- জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে : সালাহউদ্দিন
- কানাডা কি সত্যিই হারিয়ে যাচ্ছে?
- ‘হত্যাযজ্ঞ ও ধ্বংসের স্থপতি’ ইসরায়েলের ১৭ বিজ্ঞানীর তথ্য ফাঁস
- কানাডার টরেন্টোতে বাচনিকের যুগপূর্তি উৎসব ‘বাচনিক বৈভব’
- ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান
- সৌদিতে হামলা মানেই যুক্তরাষ্ট্রে হামলা: নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ
- সপ্তাহের শেষে কমতে পারে গরম, সাগরে লঘুচাপের আভাস
ভালোবাসা দিবসেই জীবন দিয়েছিল ওরা
মির্জা মেহেদী তমাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর