রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

গানের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সোনাপাহাড় এলাকায় একটি লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল ভোরে উপজেলার সোনাপাহাড় এলাকার নাহার এগ্রোর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১) দুজনই একটি ব্যান্ড দলের সদস্য। দলের আহত শিল্পীরা হচ্ছেন- বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদ। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, নাহার এগ্রোর সামনে ইউটার্নে ঢাকাগামী একটি লরি দ্রুত বেগে চট্টগ্রামমুখী রাস্তায় ঢুকে পড়ে। এতে ঢাকা থেকে আসা যন্ত্রশিল্পীদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী পার্থ প্রতীম নিহত হন। মাইক্রোবাসের অন্য যাত্রীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক হানিফকেও মৃত ঘোষণা করেন। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে মাইক্রোবাসে কক্সবাজার যাচ্ছিলেন গানের দলটি। দুর্ঘটনায় গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে বিউটির অবস্থা আশঙ্কাজনক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর