শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

১২ লাখ টিকা ও ১০৯ অ্যাম্বুলেন্স উপহার ভারতের

নিজস্ব প্রতিবেদক

ভারত সরকারের উপহার দেওয়া ১২ লাখ ডোজ টিকা দেশে এসেছে। টিকা ছাড়াও ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে ভারত। এর আগে ভারত ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছিল। গতকাল দুপুর পৌনে ২টার দিকে টিকা বহনকারী ফ্লাইট বিমানবন্দরে এসে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক বলেন, ‘এই ১২ লাখ টিকা দন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। গত ৫ নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ভারতের সেরাম ইনস্টিটিউট ত্রিপক্ষীয় চুক্তি সই করে। চুক্তির আওতায় সেরাম ইনস্টিটিউট তিন কোটি টিকা বাংলাদেশকে রফতানি করবে বলে কথা রয়েছে। এগুলো ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। এখন পর্যন্ত সরকারের কেনা ৯০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

সর্বশেষ খবর