ফের ভয়াবহ হয়ে উঠেছে করোনাভাইরাস পরিস্থিতি। চারদিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ষাটের ওপরে রয়েছে। প্রতিদিন শনাক্ত হচ্ছে ৭ হাজারের ওপরে নতুন রোগী। একদিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার বেড়েছে প্রায় ৩ শতাংশ। গত ফেব্রুয়ারির পুরো মাসে করোনায় মৃত্যু হয় ২৮১ জনের। এপ্রিলের ৯ দিনেই মৃত্যু হয়েছে ৫৩৮ জনের। এর মধ্যে ৮ এপ্রিল সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষায় ৭ হাজার ৪৬২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। অথচ, আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২০ দশমিক ৬৫ শতাংশ। একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে প্রায় ৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১১ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৫৮৪ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি রোগী শনাক্ত হলেও ৭১০ জনের আইসোলেশন নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এদিকে করোনার এবারের ঢেউয়ে সংক্রমণের পাশাপাশি বাড়ছে সংকটাপন্ন রোগী। হাহাকার পড়ে গেছে আইসিইউ শয্যা নিয়ে। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও মিলছে না আইসিইউ শয্যা। গতকাল ঢাকার ১০টি সরকারি হাসপাতালের ১৩২টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল মাত্র ৩টি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ণ ইউনিটে ২০টি আইসিইউ শয্যা থাকলেও সংকটাপন্ন রোগী ভর্তি ছিলেন ২১ জন। ঢাকার ৯টি বেসরকারি হাসপাতালের ৩০৫টি আইসিইউ শয্যার মধ্যে ফাঁকা ছিল ১৭টি। সরকারি হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে দরিদ্র রোগীরা। সারা দেশেই আইসিইউ শয্যা নিয়ে সংকট তৈরি হয়েছে। অনেক জেলায় একটি শয্যাও ফাঁকা নেই। গতকাল সারা দেশের ৬০০টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল মাত্র ১৫৫টি। এ ছাড়া ঢাকার দুটি হাসপাতালে মোট শয্যার চেয়ে ১১২ জন করোনা রোগী বেশি ভর্তি ছিল। গত ২৪ ঘণ্টায় মৃতদের ৪৩ জন ছিলেন পুরুষ ও ২০ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৩৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১৬ জন পঞ্চাশোর্ধ্ব, ৪ জন চল্লিশোর্ধ্ব, ৫ জন ত্রিশোর্ধ্ব ও ২ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ৪২ জন ঢাকা, ১০ জন চট্টগ্রাম, ২ জন রাজশাহী, ৩ জন খুলনা, ৪ জন বরিশাল এবং ১ জন করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত বছরের ৮মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
শিরোনাম
                        - ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
- লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
- শ্রীপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে স্বর্ণের দোকানে লুটপাট
- ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না : ধর্ম উপদেষ্টা
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গ্রেফতার
- ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু
- ঝটিকা মিছিলের অর্থদাতারা আইনের আওতায় আসবে: পুলিশ
- নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে : ইসি আনোয়ারুল
- বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেফতার
- হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচার মামলা
- ডাসারে শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন
- হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৫৬
- ঘন কুয়াশায় যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত
- যশোরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
- জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে ২ লাখ ইহুদির বিক্ষোভ
- টগি ফান ওয়ার্ল্ডে ‘স্পুকট্যাকুলার সোয়রে ৪’ হ্যালোইন উৎসব
- জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করছে : মির্জা ফখরুল
- রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৯
- বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি : এহসানুল হক মিলন
ফেব্রুয়ারির চেয়ে দ্বিগুণ মৃত্যু এপ্রিলের ৯ দিনে
তীব্র আইসিইউ সংকট, শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি ঢাকার দুই হাসপাতালে
                        
                        
                                                     নিজস্ব প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর
                        
                        
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                    
                    
                     
                         
                                     
                                     
                                     
                                     
                                    