মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বাগানের ছনখোলায় আবাস গেড়েছে দুর্লভ পাখিরা। সেখানে ১৮ প্রজাতির দুর্লভ পাখি, বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি, বনো খরগোশ আর শিয়ালসহ স্তন্যপায়ী প্রাণী রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি বন বিভাগ ওই জায়গাটি বন্যপ্রাণীদের আবাসস্থল হিসেবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। জানা গেছে, ন্যাশনাল টি কোম্পানির কুরমা চা বাগানের ৮ নম্বর সেকশনের একটি অংশ ছনখোলা। ১০ একরজুড়ে এই জায়গাটি ঘাস ও ছন আচ্ছাদিত একটি গো-চারণভূমি। গত ৩ মার্চ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগ থেকে কুরমা ও পাত্রখোলা চা বাগানের ম্যানেজারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, এই জায়গা পরিদর্শনে গিয়ে দুর্লভ প্রজাতির পাখি মুনিয়া, লাল মুনিয়া, সাইবেরিয়ান স্টোনচাট, বাটন কোয়েল, কয়েক প্রজাতির পেঁচা, স্তন্যপায়ী খরগোশ ও শিয়াল দেখা যায়। পুরো জায়গাটিতে বন্যপ্রাণীর প্রাচুর্য এত বেশি যে, কয়েক মিনেটে যে কেউ হরেক রকমের পাখি ও তাদের বাসা সহজেই দেখতে পাবেন। বন বিভাগ মনে করে, এই জায়গার ভূমির ব্যবহার পরিবর্তন না করে সংরক্ষণ করলে কয়েক প্রজাতির বিরল পাখি ও স্তন্যপায়ী প্রাণী স্থানীয়ভাবে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। গত ২৭ মার্চ ছনখোলায় সরেজমিনে দেখা যায়, মাটিতে প্রাণীদের বড় বড় গর্ত। ঝোপের আড়ালে পাখির বাসা। জমিতে বিচরণ করছে গবাদি পশু। কুড়ানো হচ্ছে শুকনো লাকড়ি। মানুষ আর পশুর বিচরণে ঝোপ থেকে উড়াল দিচ্ছে নানা পাখি। ছানারা দৌড়াচ্ছে দিগি¦দিক। ছোটাছুটি করছে বনো খরগোশ। স্থানীয় বাসিন্দা রুপক দাশ জানান, এখানে আগে অনেক পাখি দেখা যেত। বাগান পার্শ্ববর্তী এলাকার শিকারিরা জাল ও বিষটোপ দিয়ে পাখি মেরে নিয়ে যায়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, মুনিয়াসহ দুর্লভ কিছু পাখির জন্য এই জায়গাটি খুবই উৎকৃষ্ট। কুরমা চা বাগানের ম্যানেজার মো. আক্তার শহীদ বলেন, ‘আমরা বন বিভাগের চিঠি পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এই জায়গায় নতুন প্লেন্টেশন বন্ধ রাখা হয়েছে। মানুষের যাতায়াত ও গবাদি পশুর বিচরণ বন্ধে এই ১০ একর জায়গায় নেটিং করার চিন্তা করছি। এ ছাড়া দুর্লভ পাখি ও বন্যপ্রাণী রক্ষায় যা যা করা প্রয়োজন সবই আমরা করব।’
শিরোনাম
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রকৃতি
দুর্লভ পাখির আবাস কমলগঞ্জের বাগানে
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর