মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বাগানের ছনখোলায় আবাস গেড়েছে দুর্লভ পাখিরা। সেখানে ১৮ প্রজাতির দুর্লভ পাখি, বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি, বনো খরগোশ আর শিয়ালসহ স্তন্যপায়ী প্রাণী রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি বন বিভাগ ওই জায়গাটি বন্যপ্রাণীদের আবাসস্থল হিসেবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। জানা গেছে, ন্যাশনাল টি কোম্পানির কুরমা চা বাগানের ৮ নম্বর সেকশনের একটি অংশ ছনখোলা। ১০ একরজুড়ে এই জায়গাটি ঘাস ও ছন আচ্ছাদিত একটি গো-চারণভূমি। গত ৩ মার্চ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগ থেকে কুরমা ও পাত্রখোলা চা বাগানের ম্যানেজারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, এই জায়গা পরিদর্শনে গিয়ে দুর্লভ প্রজাতির পাখি মুনিয়া, লাল মুনিয়া, সাইবেরিয়ান স্টোনচাট, বাটন কোয়েল, কয়েক প্রজাতির পেঁচা, স্তন্যপায়ী খরগোশ ও শিয়াল দেখা যায়। পুরো জায়গাটিতে বন্যপ্রাণীর প্রাচুর্য এত বেশি যে, কয়েক মিনেটে যে কেউ হরেক রকমের পাখি ও তাদের বাসা সহজেই দেখতে পাবেন। বন বিভাগ মনে করে, এই জায়গার ভূমির ব্যবহার পরিবর্তন না করে সংরক্ষণ করলে কয়েক প্রজাতির বিরল পাখি ও স্তন্যপায়ী প্রাণী স্থানীয়ভাবে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। গত ২৭ মার্চ ছনখোলায় সরেজমিনে দেখা যায়, মাটিতে প্রাণীদের বড় বড় গর্ত। ঝোপের আড়ালে পাখির বাসা। জমিতে বিচরণ করছে গবাদি পশু। কুড়ানো হচ্ছে শুকনো লাকড়ি। মানুষ আর পশুর বিচরণে ঝোপ থেকে উড়াল দিচ্ছে নানা পাখি। ছানারা দৌড়াচ্ছে দিগি¦দিক। ছোটাছুটি করছে বনো খরগোশ। স্থানীয় বাসিন্দা রুপক দাশ জানান, এখানে আগে অনেক পাখি দেখা যেত। বাগান পার্শ্ববর্তী এলাকার শিকারিরা জাল ও বিষটোপ দিয়ে পাখি মেরে নিয়ে যায়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, মুনিয়াসহ দুর্লভ কিছু পাখির জন্য এই জায়গাটি খুবই উৎকৃষ্ট। কুরমা চা বাগানের ম্যানেজার মো. আক্তার শহীদ বলেন, ‘আমরা বন বিভাগের চিঠি পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এই জায়গায় নতুন প্লেন্টেশন বন্ধ রাখা হয়েছে। মানুষের যাতায়াত ও গবাদি পশুর বিচরণ বন্ধে এই ১০ একর জায়গায় নেটিং করার চিন্তা করছি। এ ছাড়া দুর্লভ পাখি ও বন্যপ্রাণী রক্ষায় যা যা করা প্রয়োজন সবই আমরা করব।’
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
প্রকৃতি
দুর্লভ পাখির আবাস কমলগঞ্জের বাগানে
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর