রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ক্যাপসিকাম তরমুজ সিমলা চাষে সাফল্য

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

ক্যাপসিকাম তরমুজ সিমলা চাষে সাফল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তরমুজ, ক্যাপসিকাম, সিমলা। উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে দেশি পদ্ধতিতে প্রায় ২৬ বিঘা জমিতে ওই সব ফল চাষ করে বাজিমাত করেছেন ধাতুরপহেলা গ্রামের কৃষক মো. মোস্তাকিম। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এসব ফল বিক্রি করে যাবতীয় খরচ বাদে কয়েক লাখ টাকার আয় হবে বলে আশা করছেন মোস্তাকিম। নানা রঙের দৃষ্টিকাড়া এসব ফল দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় করছেন খেতে। মোস্তাকিমের কৃষি প্রকল্পে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে তরমুজ। যেদিকে দৃষ্টি যায় তরমুজ আর তরমুজ। লাল-সবুজ আর হলুদ রঙের কাঁচা-পাকা ক্যাপসিকাম আর সিমলা। জমির প্রতিটি গাছে ঝুলছে লাল, হলুদ আর সবুজ রঙের ক্যাপসিকাম আর সিমলা। এ দুটোর বাম্পার ফলন হয়েছে। দেখো গেছে, একদিকে গাছের পরিচর্যা অন্যদিকে তরমুজ কাটা শুরু হওয়ায় সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এরই মধ্যে তরমুজ বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রিতে ভালো দাম পাওয়ায় বেজায় খুশি কৃষক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর