সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সূচকের বড় উত্থানে ১১০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে ১১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। সরকারের আরোপ করা কঠোর বিধিনিষেধের মধ্যে সাত দিন ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে উঠে এসেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দাম কমেছে ৭৮টির এবং ৭৮টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৮৩ কোটি ২৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১১৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৬৫ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৪৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির দাম বেড়েছে। দাম কমেছে ৬৩টির এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর