মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আরমানিটোলায় আগুনে দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনের নিচতলায় কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে ও গতকাল সকালে র‌্যাবের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অগ্নিকান্ডের ঘটনায় গত ২৩ এপ্রিল রাতে বংশাল থানায় করা মামলায় তারা দুই ও তিন নম্বর আসামি। 

গতকাল বিকাল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে বগুড়ার নন্দীগ্রাম থেকে মোস্তাফিজুর রহমানকে (৪২) এবং রাজধানী উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে ভোরে মোহাম্মদ মোস্তফাকে (৪৫) গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞসাবাদে জানিয়েছেন, অতিরিক্ত মুনাফা লাভের আশায় স্ব স্ব গোডাউনে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও দাহ্য পদার্থ মজুদ করেছিলেন। এ জাতীয় কেমিক্যাল মজুদের ব্যাপারে তাদের যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছিল না। তারা প্রায় ৫-৭ বছর যাবৎ এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। মোস্তাফিজুর রহমান মঈন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী এবং মোহাম্মদ মোস্তফা মেসার্স আরএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠান দুটি হাজী মুসা ম্যানশনের নিচ তলায় অবস্থিত। অগ্নিকান্ডের পর থেকে তারা আত্মগোপনে চলে যান। গত ২৩ এপ্রিল ভোরে আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত হয়। ১৯টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তাৎক্ষণিক চারজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আগুনের ঘটনায় ওইদিন রাতে বংশাল থানার এসআই মোহাম্মদ আলী শিকদার বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামি করা হয় ভবন মালিক মোস্তফা আহম্মেদ এবং কেমিক্যাল গোডাউনের মালিকদের।

সর্বশেষ খবর