সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

তিন মামলায় মামুনুল হকের রিমান্ড শুনানি পিছিয়েছে

নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা পৃথক তিন মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদনের শুনানি আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। গতকাল পূর্ব নির্ধারিত শুনানির ধার্য দিনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত রিমান্ড শুনানির পরবর্তী দিন ১২ মে ধার্য করেন।

এর আগে ২ মে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে পুলিশ ও ডিবির পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার মামলায় ১০ দিন, রয়েল রিসোর্ট কান্ডের মামলায় সাত দিন এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আগামী ১২ মে রিমান্ড শুনানির পরবর্তী দিন ধার্য করেছে আদালত। গত ৩০ এপ্রিল প্রলোভন, প্রতারণা, নির্যাতনের অভিযোগ এনে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। ব্রাহ্মণবাড়িয়ায় আরও ছয়জন গ্রেফতার : ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় গ্রেফতারকৃতের সংখ্যা সাড়ে চারশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজতের আরও ছয় কর্মী-সমর্থককে গ্রেফতার করার কথা জানিয়েছে জেলা পুলিশ। ফলে তান্ডবের ঘটনায় গ্রেফতারের সংখ্যা ৪৫৪ জনে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তান্ডব চালানোর অভিযোগ রয়েছে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

সর্বশেষ খবর