সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

বনপাড়ায় পাওয়া গেল বস্তাভর্তি টাকা

নাটোর প্রতিনিধি

বনপাড়ায় পাওয়া গেল বস্তাভর্তি টাকা

বড়াইগ্রামের বনপাড়া বাজারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বস্তাভর্তি টাকা। বনপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা পরিত্যক্ত অবস্থায় ওই বস্তা পায়। পরে বস্তার মুখ খুলে দেখতে পায় টাকা। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বনপাড়া পৌর এলাকায় দীর্ঘদিন ধরে অজ্ঞাত পরিচয় এক পাগলী ভিক্ষা করে বেড়াত। তিন দিন ধরে ওই পাগলী নিরুদ্দেশ। এরপর গতকাল বিকালে বনপাড়া পৌরসভার কর্মীরা পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখতে পান। পরে বস্তার মুখ খুলে তারা টাকা দেখতে পান। পরে পৌরমেয়রের নির্দেশে বস্তার মুখ খুলে ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ৫০ টাকা মিলিয়ে মোট ১৬ হাজার ৪২০ টাকা পাওয়া যায়। এ বিষয়ে বনপাড়া পৌরমেয়র কেএম জাকির  হোসেন বলেন, একজন পাগলী পৌরসভা ও এর আশেপাশে থাকত। ভিক্ষা করে চলত। মানবিক কারণে আমরা কিছু বলিনি। ধারণা করছি এই টাকাগুলো ওই পাগলীর। পরে উপস্থিত লোকজনের সামনে টাকাগুলো গণনা করে পৌরসভায় সংরক্ষণ করা হয়। ওই পাগলীকে পাওয়া গেলে টাকাগুলো  ফেরত দেওয়া হবে।

সর্বশেষ খবর