শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে টাইমস স্কয়ার বিলবোর্ডে প্রদর্শনের প্রস্তুতি

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বাঙালির স্বাধীনতার মহানায়ক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরও বিপুলভাবে উপস্থাপনের মাধ্যমে বাঙালির শৌর্য-বীর্যকে তুলে ধরতে ফাহিম ফিরোজ নামে এক প্রবাসী বিশ্বখ্যাত টাইমস স্কয়ার বিল বোর্ডে বঙ্গবন্ধুকে প্রদর্শনের ব্যবস্থা করছেন। দিনাজপুরের খানসামার সন্তান ফাহিম এ প্রতিনিধিকে জানিয়েছেন, সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এটি করা হচ্ছে। আগামী ১৫ আগস্ট রাত ১২টা এক মিনিট থেকে পরদিন ১২টা এক মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী এ প্রদর্শনী চলবে। তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে অনেক কিছুই করা হচ্ছে। এটি আমার ব্যক্তি উদ্যোগ, যা কষ্টার্জিত অর্থে করছি। এ জন্য লাখ খানেক ডলার ব্যয় করছি। টাইমস স্কোয়ারে ২০০ ফুট উঁচু বিলবোর্ডে প্রতি ৪৫ সেকেন্ড পর পর ১৫ সেকেন্ড স্থায়ী এ দৃশ্য প্রদর্শিত হবে। এতে থাকবে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ ছাড়াও ঐতিহাসিক কিছু মুহূর্ত।’ ফাহিম বলেন, ‘আমি কখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গেজড়িত ছিলাম না, এখনো নেই। বঙ্গবন্ধুর মতো বিশাল মাপের একজন নেতার জন্য কিছু করার তাগিদ থেকেই আমি এ উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে টাইমস স্কয়ার কর্তৃপক্ষের সঙ্গে যাবতীয় চুক্তি সম্পন্ন হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে তা সবাইকে জানাব।’

উল্লেখ্য, ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আগত ফাহিম লেখাপড়া শেষ করে টানা ছয় বছর চেজ ব্যাংকে চাকরি করেছেন। এরপর প্রতিষ্ঠা করেছেন ‘ড্রিম প্রডাকশন হাউস’ যা টিভি বিজ্ঞাপন তৈরি করছে।

সর্বশেষ খবর