বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

রক কিং কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে প্রাইভেট কার আটকে চালককে হেনস্তার অভিযোগে একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকরা হলো- ইমন আহম্মেদ শুভ, সুমন মিয়া, আজাহারুল ইসলাম ওরফে দোলন, অন্তর হোসেন মোল্লা ও নাজমুল হাসান ওরফে সৈকত। এরা ‘রক কিং’ গ্রুপের সদস্য।

সোমবার রাত ১১টায় যাত্রাবাড়ীর শনিরআখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৩। অভিযানে তাদের কাছ থেকে ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সুইচ গিয়ার, দুটি স্টিলের বাটন, তিনটি মেটাল চেন ও পাঁচটি বক্সিং পাঞ্চার জব্দ করা হয়। গতকাল র‌্যাব-৩ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর জয়কালী মন্দিরের কাছে একটি প্রাইভেট কারের গতিরোধ করে কতিপয় কিশোর গ্যাং সদস্য। এ সময় তারা গাড়িচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা তাকে শারীরিকভাবে আক্রমণের জন্য উদ্যত হয় এবং গাড়িতে আঘাত করে। গাড়িতে এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানসহ ছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ঘটনায় জড়িতদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে র?্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, তারা রক কিং কিশোর গ্যাং গ্রুপের সদস্য। তারা মাদক কেনাবেচা ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি ও বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে।

সর্বশেষ খবর