রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

করোনার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে

-ফজলে হোসেন বাদশা

করোনার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেছেন, দেশের যে কোনো সংকটে রাজনীতিবিদরাই এগিয়ে আসেন সব সময়। এখন মহামারী করোনা মোকাবিলায় প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সংকটকালে রাজনীতিবিদরা যদি জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ না পান তাহলে জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। এটা কোনোভাবেই কাম্য নয়। সে জন্য সরকারের উচিত রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের কাজে লাগানো। ফজলে হোসেন বাদশা বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটকে এখন শক্তিশালী করার সুযোগ রয়েছে। জোট নেতাদের ভোটের সময় জনগণের কাছে যেতে হয়। সে কারণে যারা নির্বাচিত প্রতিনিধি আছেন, অথবা ইমেজসম্পন্ন নেতা, তাদের জেলা-উপজেলায় দায়িত্ব দেওয়া হলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করোনা প্রতিরোধ, সচেতনতা বাড়াতে জনগণকে সম্পৃক্ত করা সহজ হবে। কারণ জনপ্রতিনিধি বা রাজনীতিবিদরা স্থানীয় জনগণকে চেনেন এবং জানেন। তাদের পক্ষেই সম্ভব বেশি জনগণকে সম্পৃক্ত করা। আর প্রশাসন যদি জনপ্রতিনিধিদের সহায়তা করেন, তাহলে কাজটি আরও সহজ হবে।

ক্ষমতাসীন শরিক জোটের এই নেতা বলেন, ‘ভোটের সময় ১৪ দল মাঠে যাবে, এখন জনগণের পাশে থাকবে না এটা হতে পারে না। ১৪ দলের নেতৃত্বের প্রতি আহ্বান, সবাই উদ্যোগ নিন। আমরা কার্যকর ভূমিকা রাখব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর