শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতে বাড়ল তেলের দাম

প্রতিদিন ডেস্ক

ভারতে জ্বালানি তেলের দাম এক লাফে ১৯ ভাগ বাড়ানো হয়েছে। পাশাপাশি ২১ ভাগ বাড়ানো হয়েছে ডিজেলের দাম। জ্বালানি তেল বাজারজাতকারী কোম্পানিগুলো দাম বৃদ্ধির এ তথ্য জানিয়ে গতকাল বলেছে, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় এ মূল্য বৃদ্ধি করা হয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও ভারতীয় গণমাধ্যম।

প্রাপ্ত খবর অনুযায়ী, পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ায় রাজধানী দিল্লিতে গতকালই পেট্রোল লিটারপ্রতি ৯৯ দশমিক ৮৬ ও মুম্বাই শহরে ৯২ দশমিক ২৮ রুপিতে বিক্রি হয়েছে। একইভাবে প্রতি লিটার ডিজেল দিল্লিতে ৮৯ দশমিক ৩৬ রুপিতে বিক্রি হয়। মুম্বাইয়ে লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ১০৫ রুপি ৯২ পয়সা। আর ডিজেলের দাম ৯৬ রুপি ৯১ পয়সা। চেন্নাইতে গতকাল লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ১০০ রুপি ৭৮ পয়সা। ডিজেলের দাম ৯৩ রুপি ৯৪ পয়সা। উল্লেখ্য, নতুন করে দাম বাড়ার আগেই পেট্রোলের দাম ১০০ রুপি পার করে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্র, তেলাঙ্গানা, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু কেরালা, বিহার, পাঞ্জাব। ভারতের সর্বত্র দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। কলকাতায় গতকাল লিটারপ্রতি পেট্রোলের দাম ৩৯ পয়সা বেড়ে যায়। ফলে নতুন দাম দাঁড়ায় ৯৯ রুপি ৮৪ পয়সা। তবে এদিন ডিজেলের দাম বাড়েনি। গতকাল ডিজেল বিক্রি হয়েছে লিটার ৯২ রুপি ২৭ পয়সায়। এ ছাড়া দামের ব্যাপারে সেঞ্চুরি করে রাজ্যের একাধিক জেলা। খবরে বলা হয়, কয়েক দিন আগেই দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, পুরুলিয়া, নদীয়ায় ১০০ ছোঁয় পেট্রোলের দাম। কলকাতার পাশাপাশি পেট্রোলে সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল দিল্লি। এদিকে জ্বালানির দাম বাড়ানোয় বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বাম ফ্রন্ট ও কংগ্রেস। তারা আরও অভিযোগ করেছে, কভিড পরিস্থিতিতে মানুষের সমস্যার কথা না ভেবে উৎপাদন শুল্ক, সেস ও সারচার্জ থেকে রাজস্ব বাড়াচ্ছে কেন্দ্র। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যর্থতার ফল।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর