শিরোনাম
শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা
কৃষি

চাঁপাইয়ের বাজারে আম্রপালি ফজলির সমারোহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইয়ের বাজারে আম্রপালি ফজলির সমারোহ

লকডাউন ও করোনা পরিস্থিতিতেও চাঁপাইনবাবগঞ্জে আমের বাজারে বেচাকেনা অব্যাহত রয়েছে। এখন বাজারগুলোয় নানা জাতের আম আসায় বেচাকেনাও বেড়েছে। উপযুক্ত বাজার ব্যবস্থাপনা ও ভালো দাম পাওয়ায় শঙ্কা কাটতে শুরু করেছে ব্যবসায়ীদের। ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আসছেন ব্যবসায়ীরা। কেউ কেউ অনলাইনে চাহিদা দিচ্ছেন।

জেলা শহরের অস্থায়ী আমবাজার ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামসংলগ্ন স্থান ও দেশের সর্ববৃহৎ কানসাট আমবাজারে বিক্রেতাদের হাঁকডাকে চলছে বেচাকেনা। ক্ষীরশাপাতি, ল্যাংড়া, লক্ষণভোগ, আম্রপালি, সুরমা ফজলি, ফজলি ও নানা জাতের গুটি আম পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দেড় মাস ধরে বিভিন্ন স্থানে আম বেচাকেনা চললেও তিন সপ্তাহ থেকে বেচাকেনা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোয়। ল্যাংড়া, আম্রপালি, ফজলিতে জমে উঠেছে জেলার সব আমবাজার। আম চাষি ও ব্যবসায়ীরা বলছেন, এ বছর উপযুক্ত বাজার ব্যবস্থাপনা, ন্যায্য দাম ও বাইরে থেকে ব্যবসায়ীরা আসার পাশাপাশি অনলাইনে বিক্রি হওয়ায় বিক্রেতারা স্বচ্ছন্দবোধ করছেন। আম মৌসুমে চাঙা হয়ে উঠেছে জেলার অর্থনীতি। বর্তমানে জেলাজুড়ে প্রতিদিন বেচাকেনা হচ্ছে ৭০-৮০ কোটি টাকার আম। দিনে গড়ে ৪০০ থেকে ৫০০ ট্রাকসহ কুরিয়ার সার্ভিস এবং রেলের মাধ্যমে আম যাচ্ছে বিভিন্ন স্থানে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতিতে ন্যায্যমূল্য নিশ্চিতে আম সরবরাহ ও পরিবহনে যথাযথ ব্যবস্থাপনার কারণে বর্তমানে আমের ব্যবসা তুলনামূলক ভালো। জেলায় চলতি মৌসুমে ৩৪ হাজার ৭৩৮ হেক্টর জমির বাগান থেকে ৩ লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যার বাজারমূল্য দুই থেকে আড়াই হাজার কোটি টাকা।

সর্বশেষ খবর