বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞাপিত যে কোনো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কভিড-১৯ টিকা গ্রহণ করার পরামর্শ দিয়েছে পিএসসি। গতকাল পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের টিকা গ্রহণ নিশ্চিত করে সনদ সংগ্রহে রাখতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।