বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভারতীয় ভিসা কেন্দ্র খুলছে আজ

কূটনৈতিক প্রতিবেদক

করোনাভাইরাস নিয়ন্ত্রণের লকডাউনের মধ্যে ৪১ দিন বন্ধ থাকার পর আজ আবার চালু হচ্ছে বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্র। আজ থেকে বাংলাদেশে ভারতের মোট ১৫টি ভিসা আবেদন কেন্দ্রের  প্রতিটিতে আবেদন গ্রহণ করা হবে। তবে ট্যুরিস্ট ভিসার জন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না। এর আগে ১ জুলাই থেকে বাংলাদেশে সব ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছিল ভারত। গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হবে। এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় চার মাস ধরে বন্ধ থাকা বিমান চলাচল আবার শুরু করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। দ্বিপক্ষীয় ‘এয়ার বাবল ব্যবস্থাপনার’ বিমান চলাচল আবার শুরু করার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে প্রস্তাব পাঠানো হয়। পরে সে প্রস্তাবে নয়াদিল্লির পক্ষ থেকে সম্মতিও জানানো হয়েছে। এখন চলতি সপ্তাহেই যে কোনো দিন ফ্লাইট চালু হবে দুই দেশে।

সর্বশেষ খবর