শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৪৬ দিনে সর্বনিম্ন মৃত্যু

২৪ ঘণ্টায় মৃত্যু ১৫৯, শনাক্ত ৬ হাজার ৫৬৬

নিজস্ব প্রতিবেদক

৪৬ দিনে সর্বনিম্ন মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণে টানা দুই দিন কমল মৃত্যু। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৫৯ জনের মৃত্যু হয়েছে, যা দৈনিক মৃত্যুর হিসাবে ৪৬ দিনের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম ১৫৩ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল গত ৪ জুলাই। গত এক দিনে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৬৬ জন। শনাক্তের হার ১৭.৬৪ শতাংশ, যা ৬০ দিনের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম ১৬.৩৮ শতাংশ শনাক্তের হার ছিল গত ২০ জুন।

গত ৫ আগস্ট আগের সব রেকর্ড ভেঙে এক দিনে ২৬৪ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সংখ্যক মৃত্যুর খবর আসে ১০ আগস্ট। ১৯ দিন পর দৈনিক মৃত্যু ২০০ এর নিচে নামে ১৩ আগস্ট। ১১ আগস্ট থেকে দৈনিক মৃত্যু টানা ৪ দিন কমে ১৪ আগস্ট ১৭৮ জনে দাঁড়ায়। ১৫ আগস্ট আবার ১৮৭ জনের মৃত্যুর খবর আসে। ১৬ আগস্ট মৃত্যুর সংখ্যা ১৩ জন কমলেও ১৭ আগস্ট আবার ২৪ জন বেড়ে ১৯৮ জনে দাঁড়ায়। এর পর দুই দিন কমেছে মৃত্যু। এর মধ্যে ১৮ আগস্ট ১৭২ জন ও গতকাল ১৫৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল পর্যন্ত দেশে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ৮৭৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন। লিঙ্গ বিবেচনায় গতকাল পর্যন্ত ১৬ হাজার ৩১৯ জন পুরুষ ও ৮ হাজার ৫৫৯ জন নারী মারা গেছেন করোনায়। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ছিলেন ৭৬ জন ও নারী ৮৩ জন। এর মধ্যে ১৫৫ জন হাসপাতালে ও ৪ জন বাড়িতে মারা গেছেন। বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৮৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৩৫ জন পঞ্চাশোর্ধ্ব, ২০ জন চল্লিশোর্ধ্ব, ১২ জন ত্রিশোর্ধ্ব, ৩ জন বিশোর্ধ্ব, ২ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ও ১ জনের বয়স ছিল ১১ বছরের কম। এর মধ্যে সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, সিলেট বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশের নমুনা পরীক্ষায় গড় শনাক্তের হার ১৮ শতাংশের নিচে থাকলেও সিলেট বিভাগে  ২৩.৫১ শতাংশ, বরিশাল বিভাগে ২০.৪৮ শতাংশ, ঢাকা বিভাগে ১৯ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১৮.৭৬ শতাংশ ও রংপুর বিভাগে ১৮.৪২ শতাংশ ছিল শনাক্তের হার। অন্য তিন বিভাগের মধ্যে শনাক্তের হার ছিল যথাক্রমে খুলনায় ১৭.৭৯ শতাংশ, চট্টগ্রামে ১৪.৪৬ শতাংশ ও রাজশাহীতে ১২.১৯ শতাংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর