শিরোনাম
মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে নির্দেশনা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষারতদের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। এখন থেকে অপেক্ষারতরা এসএমএস না পেলেও টিকাকার্ড দেখিয়েই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, এসএমএস চলে যাওয়ার কথা এত দিনে। তারপরও যদি কেউ না পায় তাহলে টিকা কেন্দ্রে গিয়ে কার্ড দেখালেই দ্বিতীয় ডোজ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এবং ভারতে উৎপাদিত করোনা প্রতিরোধী টিকা দিয়েই বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। তবে মাঝপথে ভারত টিকা রপ্তানি বন্ধ করায় ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছিলেন।

সর্বশেষ খবর