মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এখনই সতর্ক হওয়া উচিত

ফারুক আহমেদ সিদ্দিকী

এখনই সতর্ক হওয়া উচিত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, কিছু শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ছে। বড় এবং ভালো কোম্পানির যেভাবে দর বেড়েছে সেটা ঠিক আছে। কিন্তু ছোট মূলধনী জাঙ্ক শেয়ার নামে পরিচিত কিছু শেয়ারের দর যেভাবে বেড়েছে সেটা স্বাভাবিক নয়। তাই কর্তৃপক্ষের উচিত এখনই সতর্ক হওয়া। বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ করা উচিত।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপে ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, দেশে সার্বিক বিনিয়োগের এমন কোনো পরিবর্তন ঘটেনি যাতে এভাবে শেয়ারবাজারের সূচক বাড়তে পারে। তবে শেয়ারবাজারে বেশ কিছু বিনিয়োগ এসেছে। এই বিনিয়োগের বেশ কিছু কারণ থাকতে পারে। প্রণোদনার অর্থ কিছু বিনিয়োগ হতে পারে। সেটা অবশ্য এভাবে বলা যাবে না। খোঁজ নিতে হবে কর্তৃপক্ষের। এ ছাড়া দেশে অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ কম, অলস টাকা আছে। সেগুলো হয়তো শেয়ারবাজারে বিনিয়োগ হয়েছে। এর পরেও বলব, বর্তমান শেয়ারবাজার যেভাবে বেড়েছে সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। গড় সূচকের অবস্থান ভালো আছে। তিনি বলেন, তবে এভাবে বাজার একটানা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক নয়। ডিভিডেন্ড দিতে পারে না বা কম দেয় এমন কিছু কোম্পানির শেয়ারের দর বেড়েছে যা পুরোপুরি অস্বাভাবিক। এ সুযোগে হুজুগে কিছু লোক যাদের ট্রেডার বলা হয়, তারা বিনিয়োগে আসছে। এখন সতর্ক না হলে তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। বাজারে কারেকশন থাকবে। কিন্তু কারেকশন না হয়ে এভাবে চলতে থাকলে সেটা কঠোরভাবে নজরদারি করতে হবে। নইলে বাজারে অরাজকতা সৃষ্টি হবে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে সাবধান হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর