মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নিরপেক্ষ শক্তিশালী ইসি গঠন করতে হবে

মুফতি ফয়জুল্লাহ

নিরপেক্ষ শক্তিশালী ইসি গঠন করতে হবে

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, দেশ-জাতিকে সুসংহত করতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। এমন নির্বাচন আয়োজনের জন্য দক্ষ, নিরপেক্ষ, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন করা আবশ্যক। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল্লাহ বলেন, নির্দলীয়, নিরপেক্ষ, আমানতদার ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে আগামী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের জন্য সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য উপায় বের করা দরকার। তিনি বলেন, অনুসন্ধান (সার্চ) কমিটির মাধ্যমেও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা সম্ভব। তবে সরকারকে তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করতে হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করা। তাদের মেরুদন্ড সোজা থাকলে তারাই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পারবে। আর ইলেকশন কমিশন গঠনের ক্ষেত্রে সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। সে ক্ষেত্রে সরকারকে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং সার্বিক সহযোগিতা করতে হবে।

সর্বশেষ খবর