রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দেশ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে। এটা শুধু সংবাদমাধ্যম আর বিএনপিতে নয়, এই দুঃসময় পুরো জাতির জন্য। আওয়ামী লীগ সরকার জবরদখল করে ক্ষমতা ধরে রেখেছে। তিনি বলেন, দেশ এখন রাজনীতিবিদরা পরিচালনা করেন না। এই সরকারকে সামনে বসিয়ে রেখে পিছন থেকে অন্যরা সব রকমের অপকর্ম করিয়ে নিচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজে একাংশের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক সভাপতি আবদুল হাই শিকদার, বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, বাছির জামাল প্রমুখ বক্তব্য রাখেন। 

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের সঙ্গে মুক্তচিন্তা ও মুক্ত সাংবাদিকতা একত্রে যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত সংবাদমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বেশির ভাগ সাংবাদিক এখন সেলফ সেন্সরশিপে ভুগছেন। নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে শোনা যাচ্ছে। আমাদের ৫২ জন বুদ্ধিজীবী নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়নের কথা বলেছেন। কিন্তু এই আইনটা করবে কে?  যে পার্লামেন্ট আইন করবে, সেখানে আওয়ামী লীগ ছাড়া কিছু নেই। নির্বাচন কমিশন আইন যারা চান, সবার আগে তাদের এই বিষয় লক্ষ্য রাখা উচিত। তিনি আরও বলেন, এই সরকার হটাতে সর্বস্তরের মানুষের ঐক্য প্রয়োজন। একাত্তর থেকেই আওয়ামী লীগ ভিন্নমতের মানুষের ওপর নির্যাতন শুরু করেছে। বর্তমানেও গণতন্ত্রের কভারে সেই বাকশালেই ফিরে গেছে এই আওয়ামী লীগ সরকার।

সর্বশেষ খবর