চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চুরির অভিযোগে এক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া আড়াই মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে এক যুবককে বেদম পেটাচ্ছেন সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু। নির্যাতন না করার জন্য নানা আকুতি করছেন ওই যুবক। তারপরও তার বুকের ওপর পা দিয়ে এবং গলায় গামছা পেঁচিয়ে তাকে মারধর করা হচ্ছে। এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, ভিডিওটি তিনি দেখেছেন। এটি ১৭ অক্টোবরের ঘটনা বলে জেনেছেন তিনি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। ওই ভিডিওর নির্যাতনের শিকার যুবকের নাম শহীদুল ইসলাম। বাইসাইকেল চুরির অভিযোগে তাকে পেটানো হয়েছে। অন্যদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে চেয়ারম্যান শহীদ রানা টিপু জানান, ছেলেটি হেরেইনসেবি এবং পার্শ্ববর্তী শাহাজাহনপুর ইউনিয়নে তার বাড়ি। কিন্তু এর আগেও সে এই এলাকায় বেশ কয়েকটি সাইকেল চুরি করেছে। তাই তাকে সামান্য মারধর করা হয়েছে। কিন্তু প্রতিপক্ষ বিষয়টি নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে।
শিরোনাম
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন