মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধু মেডিকেলে ২৪ ঘণ্টাই মিলবে জরুরি স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে জরুরি বিভাগ। প্রাথমিকভাবে ১০০ শয্যা নিয়ে এই জরুরি বিভাগ চালু করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেবিন বøকে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাধারণ জরুরি বিভাগ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন ২৪ ঘণ্টাই মিলবে জরুরি স্বাস্থ্যসেবা। এত দিন দেশের প্রথম এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বহির্বিভাগ থাকলেও সাধারণ জরুরি বিভাগ ছিল না। কেবল অর্থোপেডিক, কার্ডিওলজিসহ মাত্র কয়েকটি বিভাগে এই সেবা ছিল। জরুরি বিভাগ উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আজ থেকে আমাদের সব বিভাগের রোগীরা জরুরি সেবা পাবেন। রোস্টার করে ৫৬টি বিভাগের সংকটাপন্ন রোগীদের এই সেবা দেওয়া হবে। আমাদের প্রায় ২ হাজারের মতো চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট আছেন।’ তিনি আরও বলেন, বর্তমানে ১০০টি শয্যা নিয়ে সাধারণ জরুরি বিভাগ চালু হলেও পরবর্তীতে শয্যা সংখ্যা ২০০-তে উন্নীত করা হবে। এ ছাড়াও গাইনি, নবজাতক, অর্থোপেডিক, নিউরো সার্জারি, কার্ডিওলজিসহ বিভিন্ন বিভাগে বিদ্যমান জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত থাকবে। জরুরি বিভাগে আমাদের ল্যাব রয়েছে। এখানেই সিটি স্ক্যান, এমআরআই করা যাবে।

সর্বশেষ খবর