বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চকবাজারে প্লাস্টিক গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

চকবাজারে প্লাস্টিক গুদামে আগুন

পুরান ঢাকার চকবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা -বাংলাদেশ প্রতিদিন

পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের পাশে এসকে টাওয়ারের দোতলায় একটি মেলামাইনের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। ভিতরে প্রচন্ড ধোঁয়ায় আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়। সোয়া ২ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এ অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিএমপির চকবাজার জোনের এডিসি মো. কুদরত-ই-খুদা জানান, ওই টাওয়ারে প্লাস্টিক, ক্রোকারিজ ও খেলনার দোকান রয়েছে। ৬ তলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনে এস নেসা প্লাজা ও নিউ রাজা প্লাস্টিক গুদাম পুড়ে গেছে। আগুন দ্বিতীয় তলায়ই সীমাবদ্ধ ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনাস্থলে কোনো কেমিকেল ছিল না। ছিল প্লাস্টিক ও মেলামাইনের কার্টন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর