সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনায় ফের সাত মৃত্যু, উপসর্গে আরও প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

করোনায় মৃত্যুহীন একটি দিন পার করার পরের ২৪ ঘণ্টায়ই প্রাণ গেল সাতজনের। এ ছাড়া পাওয়া গেছে করোনার উপসর্গ নিয়ে একাধিক মৃত্যুর খবর। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, রাজশাহী বিভাগে গত এক দিনে করোনায় কারও মৃত্যু না হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন সাতজন। আগের দিন করোনায় কেউ প্রাণ হারাননি, যা ছিল ১৯ মাসেরও বেশি সময় পর করোনায় মৃত্যুহীন দিন। গত এক দিনে মৃত সাতজনের মধ্যে ছয়জন ছিলেন পুরুষ ও একজন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন এবং চট্টগ্রাম ও খুলনা  বিভাগে একজন করে মারা গেছেন। রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁর একজন, নাটোরের একজন ও একজন ছিলেন রাজশাহী জেলার বাসিন্দা। এদিকে ৫৫ দিন মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে আহম্মদ আলী (৫৭) নামের একজন করোনায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৯ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.১৬ শতাংশ। আগের দিনের চেয়ে শনাক্তের হার কমলেও বেড়েছে মৃত্যু। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন। প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৯৫৩ জন।

সর্বশেষ খবর