মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

৩০টি সৌদি বেসরকারি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

-------- সৌদি পরিবহনমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

সৌদি আরবের সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, বন্দর, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসের। তিনি বলেন, অন্তত ৩০টি সৌদি বেসরকারি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগ সামিট উপলক্ষে ঢাকা সফরে আসা সৌদি মন্ত্রী গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা বলেন। 

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শেষে সৌদি আরবের মন্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেছেন। এ সময় তিনি বৃক্ষরোপণ, ভূমি পরিদর্শনসহ মতবিনিময় সভায় মিলিত হন। তিনি শিল্পনগরে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ ছাড়াও তারা সৌদি আরবের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রস্তাবিত স্থানটি ঘুরে দেখেন। সফরসঙ্গীদের নিয়ে পরিদর্শন শেষে বেজা কনফারেন্স রুমে মতবিনিময় করেন তিনি। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করে সৌদি মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের বলেন, সৌদি সরকার সব সময় বাংলাদেশের সঙ্গে ছিল। এই শিল্প অঞ্চলে সৌদি সরকারের সঙ্গে কথা বলে বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর