শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শক্তিশালী ইসি গঠনের প্রত্যাশা

আবু আলম মো. শহীদ খান

শক্তিশালী ইসি গঠনের প্রত্যাশা

সংলাপ এবং সার্চ কমিটির মাধ্যমে অতীতের পুনরাবৃত্তি না ঘটে একটি ভালো, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান। নতুন ইসি নিয়োগে রাষ্ট্রপতির চলমান সংলাপের বিষয়ে আলাপকালে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংলাপ মাত্র শুরু হয়েছে। সংলাপ থেকে প্রত্যাশা করতে পারি যে- “আগেরও সংলাপ হয়েছে। সার্চ কমিটি হয়েছে। ইসি গঠন হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নিয়ে অনেক মতবিরোধ, অনেক বির্তক। আবার নির্বাচন কমিশনের দুর্বলতাগুলোও স্পষ্ট হয়েছে।”

তিনি বলেন, আমি একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করতে পারি এটার পুনরাবৃত্তি ঘটবে না। একটি ভালো নির্বাচন কমিশন গঠন হবে। যাতে জাতির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে। এই নির্বাচন বিশ্লেষক বলেন, সংলাপ এবং সার্চ কমিটির মাধ্যমে অতীতের পুনরাবৃত্তি না ঘটে, একটি ভালো, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে। যে নির্বাচন কমিশন জাতির, নাগরিকদের আশা-আক্সক্ষাকা পূরণ করতে পারবে।

সর্বশেষ খবর