শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নিউইয়র্কে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ কাউন্সিলর শাহানার

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ কাউন্সিলর শাহানার

প্রবাস প্রজন্মের বহুজাতিক এ সমাজে ইতিহাস রচনায় নয়া অধ্যায়ের সংযোজন ঘটালেন শাহানা হানিফ। নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশো™ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিলওম্যান হিসেবে শাহানা গত ২৮ ডিসেম্বর শপথ নিয়েছেন। 

ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডের প্রিয়মুখ, নীরব সমাজকর্মী শাহানা কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিংটন এবং সেন্ট্রাল ব্রুকলীন) থেকে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নযুদ্ধে জয়ী হবার পর ২ নভেম্বরের নির্বাচনে এ ইতিহাস রচনা করেন। শপথ নিয়েছেন পবিত্র কোরআন ছুঁয়ে। উল্লেখ্য, বিশ্বের রাজধানী খ্যাত এই সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করলেও আগে কেউই সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ী হতে পারেননি। শাহানা হানিফের সঙ্গে শেখর কৃষ্ণাননও ইতিহাসের অংশ হয়েছেন দ্বিতীয় দক্ষিণ এশিয়ান হিসেবে জ্যাকসন হাইটস এলাকা থেকে বিজয়ী হয়ে। অপরদিকে, করোনার কারণে একেবারেই সীমিতাকারে ইংরেজি বর্ষবরণে টাইমস স্কোয়ারে নতুন বছরের প্রথম প্রহরে বল পতনের সময়েই নিউইয়র্ক সিটির ১১০তম মেয়র হিসেবে শপথ নেবেন এরিক এডামস। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে এরিক এডামসের শপথ গ্রহণের কথা ১ জানুয়ারি বড় ধরনের এক সমাবেশে। কিন্তু ওমিক্রনের তাণ্ডব চরমে ওঠায় সবকিছু পাল্টাতে হচ্ছে। বর্ষবরণের এ সমাবেশে মাত্র ১৫ হাজার মানুষকে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে বলে বিদায়ী মেয়র জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর