শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

হবিগঞ্জে এসপি ওসিসহ ৫৪ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ সুপার (এসপি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আদেন করা হয়েছে। গতকাল দুপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে এ আবেদন জানান। শুনানি শেষে বিচারক মামলাটির বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার আসামিরা হলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী, ডিবির ওসি আল আমিন, পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ, এসআই (নিরস্ত্র) নাজমুল হাসান, এএসআই আবু জাবের, এএসআই বাপ্পী রুদ্র পাল ও এএসআই আলমগীর হোসেনসহ ৫৪ পুলিশ সদস্য। মামলার বাদী অ্যাডভোকেট শামছুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে মামলার আসামিদের হুকুমে ১ হাজার ২০০ রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে তিন নেতা-কর্মীর চোখ হারানোর পথে। একজনের পুরো শরীর ঝাঁঝরা হয়ে গেছে। এ অবস্থায় ন্যায়বিচারের আশায় আমরা মামলার আবেদন করেছি। আশা করছি ন্যায়বিচার পাব।

সর্বশেষ খবর