বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

সাত দিন পর ভেসে উঠল শিশুর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার সপ্তম দিনে দেড় বছরের শিশু তাসফিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ ১০ জনের লাশই উদ্ধার করা হলো। গতকাল সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে তার লাশ ভেসে ওঠে। লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। এর আগে ছয় দিনে আরও নয়জনের লাশ উদ্ধার করা হয়েছিল। পরে গতকাল বেলা ১১টায় উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন। এ বিষয়ে ট্রলারডুবির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, শিশু তাসফিয়ার লাশ তারা বাবা সোহেলের কাছে বুঝিয়ে দিয়েছেন। এর আগে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছিল। নিহত সবার পরিবারকে ২৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে ঢাকাগামী এমভি ফারহান-৬ নামে একটি লঞ্চ বেপরোয়া গতিতে এসে খেয়া পারাপারের একটি ট্রলারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের নয় যাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত  ফেরদৌসকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ১০ কার্যদিবসের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর