শিরোনাম
শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বগুড়ায় ঘোড়দৌড়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ঘোড়দৌড়

বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকন্তা গ্রামে গতকাল জমেছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এর সঙ্গে ছিল ঐহিত্যের গ্রামীণমেলা। সবমিলে দিনভর উৎসবমুখর ছিল গোটা আয়োজন। হাজার হাজার মানুষ ভিড় করেন উৎসবে।

গ্রামের যুবকদের ‘একতা সংগঠন’ এ ঘোড়দৌড়ের আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মো. খালেদ সাইফুল্লাহ রতন। বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ শামীম, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম। সমাজসেবক আবদুুল্লাহহেল কাফি সরকারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকন্তা সোনার বাংলা একতা সংঘের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মোখলেছার রহমান প্রমুখ ।

উৎসবে গ্রামের হাজারও নারী-পুরুষ সমবেত হন। বসে গ্রামীণ মেলা। শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের জন্য রকমারি খাবার মেলে এ মেলায়।  ঘোরদৌড় প্রতিযোগিতায় বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৪টি ঘোড়া অংশ নেয়। আয়োজন কমিটির পক্ষ থেকে খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর