মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

গোল্ড মনিরের বিরুদ্ধে ২২ কোটি টাকা দুর্নীতির মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মনির হোসেন ওরফে গোল্ড মনিরের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থাটির উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয় থেকে প্লটের ৭০টি ফাইল সরিয়ে সরকারি সম্পত্তি আত্মসাৎ চেষ্টার অভিযোগে গোল্ড মনিরসহ নয়জনের বিরুদ্ধে ৪ জানুয়ারি একটি মামলা করে দুদক। এবার তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হলো। দুদকসূত্র জানান, গোল্ড মনিরের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ২১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৫৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে। অনুসন্ধানে দেখা গেছে, গত বছরের ২ মার্চ গোল্ড মনিরের দেওয়া সম্পদ বিবরণী অনুযায়ী ২০০৯ সালের ১৮ জুনের পর অর্জিত জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি কিনে তিনি ২ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৮৩০ টাকার স্থাবর সম্পদ অর্জন করেন। অন্যদিকে বিভিন্ন ব্যাংকে স্থিতিসহ তার অস্থাবর সম্পদ ৪৪ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৬৮৩ টাকার। স্থাবর-অস্থাবর মিলে তার মোট সম্পদ ৪৭ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৫১৩ টাকার। দুদক অনুসন্ধানে গোল্ড মনিরের নামে দায়দেনাসহ মোট ৩৩ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৪২ টাকা আয়ের উৎস পাওয়া গেছে। আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ মোট ৫৫ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ২০১ টাকার সম্পদের প্রমাণও মিলেছে। এ ছাড়া গোল্ড মনিরের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরাদ্দ দেওয়া ৩৪টি ও তার স্ত্রী রওশন আক্তারের নামে সাতটি- মোট ৪১টি প্লটেরও সন্ধান পাওয়া গেছে। তবে কমিশনের অনুমোদন দেওয়া এ মামলায় প্লটগুলোর মূল্য যুক্ত করা হয়নি। দুদকের এক সূত্র জানান, প্লটগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হলে গোল্ড মনির ও তার স্ত্রীর সম্পদ ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। প্লটগুলোর মূল্য সম্পর্কিত তথ্য মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। রাজউক থেকে তিনি কীভাবে ৪১টি প্লট বরাদ্দ পেলেন তা অনুসন্ধান করে দেখবে দুর্নীতিবিরোধী সংস্থাটি। কারণ একজন ব্যক্তির নামে কোনোভাবেই একাধিক প্লট বরাদ্দ দেওয়ার বিধান নেই। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, গোল্ড মনিরের সম্পদ বিবরণীতে প্লট সম্পর্কিত প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তিনি দুদক আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

 

সর্বশেষ খবর