বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ময়ূর সিংহাসন শিল্পকলায়

সাংস্কৃতিক প্রতিবেদক

ময়ূর সিংহাসন শিল্পকলায়

আরণ্যক নাট্যদল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘ময়ূর সিংহাসন’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। ষাটের দশকে জাগরিত জনতার গণতন্ত্রের দাবি, ধর্মনিরপেক্ষতার চেতনা আর এরই বিপরীতে তৎকালীন সামরিক শাসকের ছড়িয়ে দেওয়া সাম্প্রদায়িকতার বিষবাষ্প নিয়েই রচিত হয়েছে নাটকটি। প্রয়াত মান্নান হীরা রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন শাহ আলম দুলাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শাহ আলম দুলাল, মোমেনা চৌধুরীসহ দলের নিয়মিত শিল্পীরা।

শিল্পকলায় শুরু হচ্ছে জাতীয় নৃত্য উৎসব : মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আজ শুরু হচ্ছে তিন দিনের জাতীয় নৃত্য উৎসব। ‘ড্যান্স এগেইনস্ট করোনা’ শীর্ষক কর্মসূচির আওতায় এ নৃত্য উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। প্রতিদিন বিকাল ৪টা থেকে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উৎসবে ৭৫টি নৃত্যদল অংশ  নেবে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল শিল্পকলা একাডেমির চিত্রশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। শনিবার শেষ হবে তিন দিনের এ নৃত্য উৎসব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর