মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনায় সাংগঠনিক কার্যক্রম শিথিলের চিন্তা বিএনপির

১০ সিনিয়র নেতা আক্রান্ত অনেকেই আশঙ্কায়

শফিউল আলম দোলন

দেশব্যাপী করোনা পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করায় দলের সাংগঠনিক কার্যক্রম শিথিল করার চিন্তাভাবনা করছে বিএনপি। সর্বস্তরের কমিটি পুনর্গঠন কার্যক্রম, বিশেষ করে জেলা-উপজেলার সম্মেলন কীভাবে আরও সংক্ষিপ্ত আকারে করা যায়- তারও চিন্তাভাবনা করা হচ্ছে। এ ছাড়া সারা দেশে জেলা সমাবেশ কর্মসূচিগুলোও আপাতত স্থগিত রেখে স্বাস্থ্যবিধি অনুসারে ঘরোয়া কর্মসূচিগুলো চালিয়ে যাওয়ার কথাও ভাবছে দলটি। এদিকে স্থায়ী ও উপদেষ্টা কমিটিসহ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১০ জনেরও বেশি সিনিয়র নেতা বর্তমানে করোনা পজিটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার চেয়েও বেশি সংখ্যক নেতা বাসায় আইসোলেশনে আছেন। এ অবস্থায় সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলারও নির্দেশনা দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। সম্প্রতি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী করোনা পজিটিভ হওয়ায় স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশনা দেন বলে জানা যায়। জানা গেছে, বর্তমানে বিএনপির প্রায় ১০ জনেরও বেশি সিনিয়র ও   কেন্দ্রীয় নেতা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবারসুদ্ধ করোনায় আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তারা সবাই এখন নেগেটিভ হয়েছেন। বর্তমানে উত্তরার বাসায় তিনি সস্ত্রীক আইসোলেশনে রয়েছেন। অনুরূপভাবে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু নিজেও করোনা পজিটিভ হয়ে চিকিৎসা নিয়েছেন এবং এখন তিনি নেগেটিভ হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।

বিএনপির যেসব নেতা করোনায় আক্রান্ত : গতকাল নতুন করে করোনা পজিটিভ হয়েছেন দলের স্থায়ী কমিটির বয়োজ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। তিনি চিকিৎসাধীন আছেন। দলের স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী লুৎফুন নাহার কান্তা করোনাভাইরাসে আক্রান্ত। ফলে নজরুল ইসলাম খান নিজেও এখন আইসোলেশনে। বিএনপির অপর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলটির একাধিক নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন খন্দকার মুক্তাদির হোসেন ও ইসমাইল হোসেন জবিউল্লাহ। দলের যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলও করোনা পজিটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে আক্রান্তদের সবার শারীরিক অবস্থাই মোটামুটি ভালো বলে জানা গেছে। কারও ক্ষেত্রেই তেমন কোনো জটিলতা দেখা যায়নি। তারা এখন পর্যন্ত বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত গত রাতে জ্বর ও ঠান্ডা-কাশিতে আক্রান্ত হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রচন্ড অসুস্থ রিজভী আহমেদ বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে তার আশু আরোগ্য কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। আজ মঙ্গলবার তিনি করোনা টেস্ট করাবেন বলে জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে করোনাভাইরাসের প্রকোপ কমে আসার ফলে সারা দেশে করোনা আক্রান্ত নেতা-কর্মীদের তালিকা তৈরির কাজও কিছুদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবারও নতুন করে আক্রান্ত নেতা-কর্মী ও মৃত্যুবরণকারী নেতাদের তালিকা হালনাগাদের কাজ শুরু করা হবে বলে দলের দাফতরিক সূত্রে জানা গেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর