শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বেনাপোল দিয়ে ভ্রমণ ভিসায় ভারত-বাংলাদেশ যাতায়াত ফের শুরু

বেনাপোল প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে আবারও ভ্রমণ ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের আসা-যাওয়া শুরু হয়েছে।

করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের ১৩ মার্চ ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল সে দেশের সরকার। সংক্রমণ কমে এলে মেডিকেল ও বিজনেস ভিসা চালু হলেও এত দিন বন্ধ ছিল ট্যুরিস্ট ভিসায় যাতায়াত। পরে ভারতীয় হাইকমিশন অফিস ট্যুরিস্ট ভিসা চালু করলেও সেসব ভিসায় শুধু বিমানে যাওয়ার অনুমতি ছিল। তবে ভারতীয়রা ডাবল ডোজ টিকায় করোনা পরীক্ষা ছাড়াই দেশের মধ্যে যাতায়াত করছে। কিন্তু বাংলাদেশিরা ডাবল ডোজ টিকায় ভারতে ঢুকতে পারছে না। দেড় হাজার টাকা খরচ করে করোনা পরীক্ষা করতে হচ্ছে। এ বৈষম্য উঠে যাওয়া দরকার বলে মনে করেন এ পথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীরা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা যায়, যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণে সবচেয়ে বেশি মানুষ ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকে। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ট্যুরিস্ট ভিসায় প্রায় ১০ লাখ যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। যাত্রীদের কাছ থেকে ভিসা ফি বাবদ ভারতীয় দূতাবাসের আয় হয় ১০০ কোটি টাকার কাছাকাছি। আর ভ্রমণ কর বাবদ বাংলাদেশ সরকারের রাজস্ব আসে প্রায় ৫০ কোটি টাকা। বাংলাদেশিদের ভিসা দিতে ভারতীয় দূতাবাস ৮৪০ টাকা চার্জ নিচ্ছে। আর বাংলাদেশ দূতাবাস ভিসা ফি নিচ্ছে ৮২৫ রুপি। সীমান্ত অতিক্রমের সময় বাংলাদেশ সরকার ভ্রমণ কর বাবদ ১২ বছরের ঊর্ধ্বে প্রত্যেক যাত্রীর ৫০০ টাকা, ৫ থেকে ১২ বছরের মধ্যে যাত্রীদের ২৫০ টাকা আদায় করছে। পাঁচ বছরের নিচে শিশুদের ভ্রমণ কর মওকুফ রয়েছে। বুধবার বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় ৪১ জন বাংলাদেশি বেনাপোল দিয়ে ভারতে গেছে, আর ভারত থেকে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছে ২৫ জন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মোহাম্মদ রাজু জানান, ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় যাত্রী যাতায়াত বেড়েছে। তবে নতুন ট্যুরিস্ট ভিসা যাদের তারা কেবল ভারতে যেতে পারছেন। পুরনো ট্যুরিস্ট ভিসায় যাতায়াত আপাতত বন্ধ রয়েছে। ভারত যাওয়ার সময় বাংলাদেশি যাত্রী যারা করোনার ডাবল ডোজ টিকা নিয়েছে তাদের করোনা পরীক্ষার নেগেটিভ সনদ লাগছে। ভারত থেকে ফেরার সময় করোনা পরীক্ষা করতে হবে না। তবে ভারতীয় যাত্রীরা ডাবল ডোজ টিকা গ্রহণে করোনা পরীক্ষা ছাড়া আসা-যাওয়া করতে পারছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর