শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
কৃষি

গরমে ঝরছে আমের গুটি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গরমে ঝরছে আমের গুটি

অনাবৃষ্টির পাশাপাশি বেড়েছে তাপমাত্রা। তীব্র গরমে ঝরছে আম ও লিচুর গুটি। গত বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়তে পারে। রাজশাহীর বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়, মাটিতে পড়ে আছে অসংখ্য গুটি। বাগান মালিকরা বলছেন, কয়েকদিন ধরে আমের গুটি ঝরছে। গাছে পানি দেওয়া হচ্ছে। এভাবে গুটি ঝরলে তারা লোকসানের পড়বেন। বাঘার চাষি ও ব্যবসায়ী নওশাদ আলী বলেন, ‘বৃষ্টি না হওয়ার কারণে আমের গুটি ঝরে যাচ্ছে। আমরা চেষ্টা করছি পানি দিয়ে ঝরে পড়া রোধ করার। এ বছর বেশিরভাগ গাছে মুকুল আসেনি। তারপরও যে মুকুল এসেছে, সেগুলো ঝরে যাচ্ছে। সবমিলে বিষয়টি নিয়ে আমরা চিন্তিত।’ কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে রোদ ও গরমের কারণে যে গুটি ঝরছে সেটা স্বাভাবিক। এতে চাষি ও ব্যবসায়ীদের চিন্তার কোনো কারণ নেই। আরও বেশি গুটি ঝরলে গাছে পানি সেচ দিতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর