সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ঈদ উপলক্ষে রেকর্ড রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

কয়েক মাস ধরে কিছুটা কমলেও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশে রেকর্ড রেমিট্যান্স এসেছে। চলতি মাসের মাত্র ২১ দিনে ১২ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের মাসের তুলনায় অনেক বেশি। ব্যাংকার ও সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদ পর্যন্ত রেমিট্যান্সের পরিমাণ ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রাষ্ট্র মালিকানাধীন পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ২৬ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১১ কোটি ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪৭ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স। গত মার্চে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার কোটি টাকার কিছু বেশি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনা মহমারির পর দেশে রেমিট্যান্সের পরিমাণ কিছুটা কমে গিয়েছিল। চলতি বছর ফেব্রুয়ারির পর আবারও সেটা বেড়েছে। দেশে যেকোনো উৎসবকে কেন্দ্র করে সাধারণত রেমিট্যান্সের পরিমাণ বাড়ে। এবারও বাড়বে। রেমিট্যান্স পাঠানোর এ ধারা অব্যাহত থাকলে চলতি এপ্রিলে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর