সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম নিয়ে সিপিবির পর বিক্ষোভের ডাক বাসদের

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির পর এবার বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। দলটি আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে ভোজ্য তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, মজুতদার ও মূল্যবৃদ্ধির জন্য দায়ীদের শাস্তি এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাসদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সফল করতে সব নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে গত শনিবার একই দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিবি। অতিসত্বর তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ না নিলে হরতাল-অবরোধ কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় দলটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর