ফরিদপুরের নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী বাবু মোল্লা (৩৫) নামে এক ব্যবসায়ীকে হাত-পায়ে পেরেক ঢুকিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে নগরকান্দা-ছাগলদি সড়কের পৌর এলাকার মিনার গ্রামের পরিত্যক্ত ইটভাটার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত বাবু মোল্লা নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চরছাগলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিল্লু মোল্লার ছেলে। নিহতের স্বজন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী বাবু মোল্লা শনিবার রাতে দোকান বন্ধ করে ছাগলদির বাড়িতে যাচ্ছিলেন। চরছাগলদি গ্রামের পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছলে কয়েক সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা বাবু মোল্লার হাত-পা ও মুখ বেঁধে প্রথমে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। একপর্যায়ে সন্ত্রাসীরা বাবু মোল্লার শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ঢুকিয়ে এবং হাত ও পায়ের রগ কেটে চলে যায়। নিহত বাবু মোল্লার ভাই ফিরোজ মোল্লা জানান, হামলাকারীরা তাদের পূর্বপরিচিত। হাসপাতালে নেওয়ার সময় তার ভাই হামলাকারীদের নাম বলে গেছেন। তিনি বলেন, আমার চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
এর আগেও তারা আমার ভাইকে হত্যার জন্য হামলা চালায়। ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল। ব্যবসায়ী বাবু মোল্লাকে নৃশংসভাবে হত্যা করায় ক্ষোভে ফুঁসে উঠেছে নগরকান্দা বাজারের ব্যবসায়ী ও নিহতের গ্রামের মানুষ। ঘাতকদের আটকের দাবিতে বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, বাবু মোল্লাকে খুন করে আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। জড়িতদের দ্রুতই গ্রেফতার করতে সক্ষম হব। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।