রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

বন্ধ হয়নি সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বন্ধ হয়নি সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার

সুন্দরবনের পশ্চিম বনবিভাগ এলাকায় প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার মধ্যেও বিষ দিয়ে মাছ শিকার বন্ধ হয়নি। গতকাল ভোররাতে কাশিয়াবাদ স্টেশন ও টহল ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে আরও বিষ দিয়ে ধরা সাড়ে তিনশ কেজি চিংড়ি মাছসহ ৩টি নৌকা, হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করেছে বন বিভাগ। এর আগে ৩০ জুন ভোরে বিষ দিয়ে শিকার করা সাড়ে ৩৭ মণ চিংড়ি, ২৯ জুন মদিনাবাদ মডেল মাধ্যমিক স্কুলের সামনে থেকে ৮৬ কেজি চিংড়ি, ২৭ জুন বজবজা এলাকায় ৭০ কেজি চিংড়ি ও ৫ নম্বর কয়রায় বিষ দিয়ে ধরা ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়। জানা যায়, সুন্দরবনের নদী খালে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রজননকালে মাছ শিকার নিষিদ্ধ করেছে বন বিভাগ। কিন্তু অভিযোগ রয়েছে, নিষিদ্ধ সময়ে সুন্দরবনের কয়রা এলাকায় বিষ দিয়ে প্রতিরাতে ১০ থেকে ১২ লাখ টাকার চিংড়ি ধরছে বনরক্ষী, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও মাছ ব্যবসায়ীরদের সিন্ডিকেট। জানা যায় সর্বশেষ গতকাল ভোররাতে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযানে কুলুখালীর ভারানী এলাকা থেকে ২৭০ কেজি বিষ দিয়ে ধরা চিংড়ি ও ছেড়ার মুখে ৮৫ কেজি চিংড়ি জব্দ হলেও কাউকে গ্রেফতার করা যায়নি।

 

সর্বশেষ খবর