বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে ঝরল আরও ১১ প্রাণ

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে তিন, চট্টগ্রাম, মাদারীপুর ও নোয়াখালীতে দুজন করে এবং ঝিনাইদহ ও লক্ষ্মীপুরে মারা গেছেন একজন করে। মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর : প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে প্রাণ গেছে তিন যুবকের। গত মঙ্গলবার রাত ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির সাত মাইল বাঁক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী এলাকার বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কপিলেশ্বর বসাকের ছেলে বর্ণ বসাক (২২), মুন্সিপাড়ার নুরুল আমিনের ছেলে এ আর ইমন (২৩) ও কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)।

চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুই নারীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। মানসিক ভারসাম্যহীন এক নারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ভারসাম্যহীন নারীর পরিচয় জানা যায়নি। নিহত মোটরসাইকেল আরোহী নারীর নাম আনিকা। আহত চালকের নাম আবদুল মোমেন রোহিত। তারা স্বামী-স্ত্রী। পুলিশ জানায়, ১০ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে মানসিক ভারসাম্যহীন নারীকে বাঁচাতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। মানসিক ভারসাম্যহীন নারী ঘটনাস্থলেই মারা যান। স্বামী-স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর : মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ চালক নওগাঁর পোরশা থানার ছাদ্দাম ও হেলপার খাইরুল।

নোয়াখালী : চাটখিল উপজেলার সোনাচাকা বাজার সংলগ্ন সড়কে গতকাল পিকআপ ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিব্বির আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শিব্বির হাটপুকুরিয়া ইউনিয়নের জিগাতলা গ্রামের আজিজুর রহমানের ছেলে ও লক্ষ্মীপুর জেলার টুংচুর মাদরাসার কামিলের শিক্ষার্থী ছিলেন। এদিকে দুপুরে সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বাজার সংলগ্ন ডুমুরিয়ার টেকে সিএনজিচালিত অটোরিকশা-নসিমন সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন (৫৫) ডুমুরিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ : কোটচাঁদপুরে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে যায়। এ সময় মারা গেছে ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা জান্নাতুল (৯) নামে এক শিশু। উপজেলার সাব্দারপুর বাজারে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ওই এলাকার মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

লক্ষ্মীপুর : যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে একজনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর