বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঋণের টাকা শোধ করতে চুরি, ধরা পড়লেন দম্পতি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় একটি গুদাম থেকে সিগারেট চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- জামালপুর সদরের জহুরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৫) এবং তার স্ত্রী খুশি আক্তার (২২)। খুশির বাড়ি পটুয়াখালী। এ সময় তাদের কাছ থেকে চুরির মালামালসহ মোট ৭ লাখ ৯৫ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছেন।

গতকাল পুলিশ জানিয়েছে, ঋণের টাকা পরিশোধ করতেই স্বামী-স্ত্রীসহ কয়েকজন মিলে এ চুরির ঘটনা ঘটিয়েছেন। তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি হেস্কো ব্লেড ও একটি প্লাস জব্দ করা হয়। এর আগে ঈদের দিন রাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের প্লটে মেসার্স বিসমিল্লাহ স্টোর নামে একটি গোডাউনের তালা ভেঙে বিভিন্ন ব্র্যান্ডের ৯ কার্টন সিগারেট চুরি হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সিসিটিভি ফুটেজ দেখে জসিম, তার স্ত্রী ও অন্য আসামিদের শনাক্ত করা হয়। এরপর জসিমের দেওয়া তথ্যমতে তার স্ত্রী খুশিকে তুরাগের পাকুরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা বিভিন্ন ব্র্যান্ডের ৩ কার্টন সিগারেট, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা এবং সিগারেট বিক্রির ৪ লাখ ৯৫ হাজার টাকা জব্দ করা হয়। জানা গেছে, জসিম নিজেও ব্যবসায়ী। তার মোবাইলফোনে টাকা লোডের দোকান আছে। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে- জসিমের বিভিন্ন জায়গায় ৮০ হাজার টাকা ঋণ ছিল। এ ঋণ শোধ করতেই চুরির পরিকল্পনা করেন। দুই মাস ধরে তারা এই পরিকল্পনা করছিলেন। ঈদের দিন মানুষ কম থাকায় ওই দিনকেই বেছে নেন তারা। পরিকল্পনা অনুযায়ী জসিম ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন। তিনজন গুদাম থেকে কার্টন নিয়ে আসেন। আর স্ত্রী খুশি বাহিরে পাহারা দিয়ে সব ফোনে জানান।

সর্বশেষ খবর