বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা
প্রকৃতি

নাটোরে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার

সিংড়ায় বিরল প্রজাতির একটি কালো গুইসাপ উদ্ধারের পর অবমুক্ত করেছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার চৌগ্রাম থেকে সাপটি উদ্ধারের পর চলনবিল গেট এলাকার একটি আদর্শ বাগানে অবমুক্ত করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, চৌগ্রাম চকপাড়ার কয়েকটি বসতবাড়ির মুরগির বাচ্চা নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন হন এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় ফাঁদ পেতে গুইসাপটি আটক করে ভ্যানগাড়িতে বেঁধে রাখেন স্থানীয় ভ্যানচালক ছলেমান আলী। সেটি একনজর দেখতে মানুষের ভিড় জমে। সাপটির ওজন প্রায় ৭ কেজি এবং ৩৮ ইঞ্চি লম্বা। খবর পেয়ে রাতেই সেটি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহসভাপতি হাসান ইমাম, পরিবেশ কর্মী আশরাফুল ইসলাম, আবদুর রশিদ, কুরবান আলী প্রমুখ।

রাজশাহী বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘এটি কালো প্রজাতির একটি গুইসাপ। ইঁদুর ও বিষাক্ত সাপ খেয়ে এরা জীবন ধারণ করে। পরিবেশবান্ধব এবং মানুষের জন্য অনেক উপকারী প্রাণীটি বাঁচিয়ে রাখা দরকার।’

সর্বশেষ খবর