শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা
সড়কে মৃত্যুর মিছিল

বরিশালে দুই গাড়ির সংঘর্ষে ৬ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

বরিশালে দুই গাড়ির সংঘর্ষে ৬ প্রাণহানি

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের সোনারবাংলা এলাকায় দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি -বাংলাদেশ প্রতিদিন

সড়কে মৃত্যুর মিছিল চলছেই। প্রতিদিন অবাধে যোগ হচ্ছে নতুন নতুন মৃত্যু। গতকালও মারা গেছেন অনেকে। এর মধ্যে বরিশালেই দুই গাড়ির সংঘর্ষে নিহত হয়েছেন ছয়জন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সোনার বাংলা এলাকায় বাস ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত     পাঁচজনকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। গতকাল বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবদুর রহমান, নুরুল আমিন, রুহুল আমিন, মো. হাসান, শহিদুল ইসলাম ও হারুন-অর রশিদ। তারা সবাই গাজীপুরের কোনাপাড়ার বাসিন্দা। ঢাকা থেকে মাইক্রোবাসে কুয়াকাটা সমুদ্রসৈকতে বেড়াতে যাচ্ছিলেন তারা। উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিন উদ্দিন জানান, বরিশাল থেকে মোল্লা পরিবহনের একটি বাস ঢাকার সায়েদাবাদের উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। মাইক্রোবাসটি বেলা ১২টার দিকে উজিরপুরের সোনার বাংলা সংলগ্ন মহাসড়ক অতিক্রম করার সময় একটি চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী দ্রুতগামী মোল্লা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের একজন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজন মাইক্রোযাত্রীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে সাতজনকে শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর শহীদুল ইসলাম (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়। বিকাল  সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. হারুন-অর রশিদ নামে আরও একজনের মৃত্যু হয়। এনিয়ে এ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হলো। উল্লেখ্য, এর আগে গত বুধবার ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় অটোরিকশার ছয়জন যাত্রী নিহত হন।

কুমিল্লা : কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইস্টগ্রাম এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সেলিম (২২), একই উপজেলার কুটি গ্রামের সুবলচন্দ্র বর্মণের ছেলে লক্ষ্মণ বর্মণ (২৬)।

দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর জামাল নামে বাইসাইকেল আরোহী স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষক নুর জামাল (৫৮) দিনাজপুর সদরের শশরা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ওমরপাইল গ্রামের মৃত ছলিম চেয়ারম্যানের ছেলে। তিনি পাঁচবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গতকাল সকাল ৯টার দিকে বাইসাইকেল চালিয়ে পাঁচবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই মহাসড়ক দিয়ে যাওয়ার পথে শশরা ইউপির জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত এক বাসের ধাক্কায় আসাদ মিয়া (৪৫) নামে হানিফ পরিবহনের এক চালক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক শহরের দক্ষিণ বন্দর সরকার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আসাদের বাড়ি ঢাকার আমিন বাজারে।

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় জিয়াউর রহমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি হারবাং ইউনিয়নের বত্তাতলী এলাকার অলি আহমদের ছেলে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর